তাহিরপুরের কিশোরী কক্সবাজারে উদ্ধার, প্রবাসী গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ‘অপহৃত’ এক কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণ মামলায় জড়িত সৌদি প্রবাসী এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এক বাড়ি থেকে ১৬ বছরের ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত অপহরণকারী প্রবাসী যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের নাম শাহজামাল মিয়া (২১)। তিনি সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের দিনমজুর গোলাপ মিয়ার ছেলে। তিন বছর সৌদি আরব প্রবাসে থেকে গত ২ মাস পূর্বে শাহজামাল প্রেমের টানে গ্রামের বাড়ি ফিরেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ভিকটিম কিশোরী ও গ্রেফতার অপহরণকারীকে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এর আগে (২ জানুয়ারি) অপহরণের শিকার ভিকটিমের পিতা বাদী হয়ে একই উপজেলার চরগাঁও গ্রামের শাহজামাল, একই গ্রামের তার নিকটাত্মীয় ফুল মিয়া (৫০), মোজাহিদ মিয়াসহ (৬০) তিনজনকে অভিযুক্ত করে মামলা করেন।

গ্রেফতার প্রবাসী যুবক শাহজামালের দিনমজুর পিতা উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা গোলাপ মিয়ার দাবি, আমি বাদাঘাট বাজারের ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়ার দিনমজুরি করি। ধারদেনা করে আমার ছেলেকে সৌদি আরব পাঠাই সংসারের টানাপোড়ন মেটাতে; কিন্তু উপজেলার ধনাঢ্য বালি-পাথর কারবারির মেয়ে আমার ছেলের সঙ্গে মোবাইল ফোনে মাসের পর মাস কথাবার্তা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ছেলেকে ফুসলিয়ে গত দুই মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসতে বাধ্য করে। এরপর ওই মেয়ের প্ররোচনায় আমার ছেলেকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যাবার পর মেয়ের পিতা কামাল টাকার গরমে আমার ছেলে ও জড়িত নয় গ্রামের বয়োবৃদ্ধদের নামে অপহরণ, নারী ও শিশু নির্যাতন আইনে হয়রানিমূলক মামলা দায়ের করেছে।

রোববার মামলার বাদী তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগড়া গ্রামের বালি ও পাথর কারবারির দাবি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টায় গ্রামের বাড়ি ঘাগড়া থেকে স্কুলে যাওয়ার পথে  আমার দশম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে প্রবাসী যুবক অন্যদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সব ডকুমেন্ট কামালের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল মামলা, গ্রেফতার, ভিকটিম উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত ও জড়িত নয়- এমন কাউকে হয়রানি না করতে থানা পুলিশ, মামলার তদন্তকারী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।