কুলাউড়ার দশম শ্রেণির ছাত্রী চুনারুঘাট থেকে উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে (২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী) উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। 

এসময় সজল দেব নাথ (২১) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ দুজনকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকা থেকে গ্রেফতার ও উদ্ধার করে র‍‍্যাব।

সজল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে। 

ওই ছাত্রীর পরিবারের দাবি- তাকে অপহরণ করা হয়েছিলো।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান- ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় সজল দেব উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় গত ১ জানুয়ারি সকাল ১০টার দিকে সে স্কুলে যাওয়ার সময় কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশাতে তুলে নিয়ে যায় সজল। 

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে সজলকে গ্রেফতার করে র‍‍্যাব।

পরে ছাত্রীকে তার পরিবার এবং অভিযুক্ত তরণকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।