কওমি কণ্ঠ ডেস্ক :
দেশে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে অংশ নিয়েছে ৫১টি রাজনৈতিক দল। এই দলগুলোর মধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনের একটিতেও প্রার্থী দিতে পারেনি ২৮টি দল। আর ৬টি দলদল প্রার্থী দিতে সামর্থ হলেও বাছাইপর্বে মনোনয়নপত্র বাতিল হওয়ায় তারা ছিটকে পড়েছেন। ফলে সিলেটের ১৯টি আসনের একটিতেও প্রার্থী নেই ৩৪টি দলের।
এদিকে, কেবল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে এই দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়নি।
আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয় এবং চার জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সিলেট বিভাগের চার জেলায় সংসদীয় আসন সংখ্যা ১৯টি। এর মধ্যে ১৮টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। জামায়াত প্রার্থী দিয়েছে ১৭টি আসনে। প্রতিটি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিতে প্রার্থীজট থাকলেও এবার ১১টি আসনে প্রার্থী দিলেও বাছাই পর্বেই মনোনয়ন বাতিল হয় দুইজনের। ফলে ১০টি আসনেই প্রার্থী থাকছে না লাঙল প্রতিকেরও।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চারটি আসনে প্রার্থী দিলেও বৈধ হয়েছে তিনটি।
পাঁচটি আসনে প্রার্থী দিতে পেরেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। নয়টিতে বাংলাদেশ খেলাফত মজলিসের। এ দলটি ১১টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেও বাছাইয়ে ছিটকে পড়েন দুইজন। খেলাফত মজলিস নয়টি আসনে প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিয়েছে সাতটি আসনে।
দুটি করে আসনে প্রার্থী রয়েছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চারটি আসনে প্রার্থী দিলেও বৈধ হয়েছে তিনটিতে। তিনটি আসনে প্রার্থী আছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী)। একটি করে আসনে প্রার্থী দিয়েছে গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) দুটি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি একটি করে আসনে প্রার্থী দিতে পারলেও বাছাইকালে তাদের সবারই মনোনয়নপত্র বাতিল হয়। ফলে এই ছয়টি দলের কোনো প্রার্থী রাখতে পারল না।
সিলেটের কোনো একটি আসনেও প্রার্থী দিতে পারেনি নিবন্ধিত ২৮ দল। দলগুলো- নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি (বিআরপি), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট (আইওজে), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), গণতন্ত্রী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।
কোনো রাজনৈতিক দলকে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৬০টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটি এবারের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়নি। এর বাইরে নিবন্ধিত আটটি দল নির্বাচনে অংশ নেয়নি।
১৯টি আসনের মধ্যে সিলেট-৫ আসনে বিএনপি এবং হবিগঞ্জ-৩ ও হবিগঞ্জ-৪ জামায়াত ও সিলেট-১, সিলেট-৫, সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩, সুনামগঞ্জ-৫, হবিগঞ্জ-১, হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী নেই জাতীয় পার্টির।
একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের প্রার্থী নেই ১০টি করে আসনে।
তবে বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট-৩, ৪ ও ৫, মৌলভীবাজার-১, ৩ ও ৪, সুনামগঞ্জ-৩ ও ৪ এবং হবিগঞ্জ-১ আসন, খেলাফত মজলিসের সিলেট-১, ২ ও ৩, মৌলভীবাজার-১, সুনামগঞ্জ-২ ও ৩ এবং হবিগঞ্জ-২ ও ৪ আসনে প্রার্থী রয়েছে।
সিলেটের সাতটি আসনে প্রার্থী আছে ইসলামি আন্দোলন বাংলাদেশের। এগুলো সিলেট-১, ২ ও ৩, মৌলভীবাজার-২, সুনামগঞ্জ-১ ও ৪ এবং হবিগঞ্জ-৩ আসন।
এনসিপির প্রার্থী আছে সিলেট-৩ ও ৪, মৌলভীবাজার-৪ আসনে। সিলেট-১, ২ ও ৪, ৬ ও হবিগঞ্জ-৩ আসনে প্রার্থী রয়েছে জিওপির।
এ ছাড়া শুধু সিলেট-২ আসনে গণফোরাম, সুনামগঞ্জ-৫ আসনে ন্যাশনাল পিপলস পার্টি, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, হবিগঞ্জ-১ ও ৪ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সিলেট-১ ও হবিগঞ্জ-৪ আসনে ইনসানিয়াত বাংলাদেশ, সিলেট-৫ ও সুনামগঞ্জ-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট-১, মৌলভীবাজার-৩ ও সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট-১, হবিগঞ্জ-৪, মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও সিলেট-১, মৌলভীবাজার-২ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী রয়েছে।
(মূল রিপোর্ট : বাংলানিউজ)