ক্যাম্পাসে ক্যাম্পাসে চাঙা হচ্ছে ছাত্রদল

  • সিলেট জেলায় কার্যক্রম পরিচালনা কমিটি গঠন
  • বিভিন্ন টিমে ভাগ হয়ে আজ থেকে শুরু কাজ
  • কার্যক্রম পরিচালনা কমিটিকে মনিটরিংয়ের জন্য আলাদা টিম

কওমি কণ্ঠ রিপোর্টার :

চব্বিশের ৫ আগস্টের আগ পর্যন্ত ১৫ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধিপত্য ছিলো শুধু ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ)। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনের কাছে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্রসংগঠন ছিলো কোণঠাসা। তবে আওয়ামী লীগ সরকারের পতন নিষিদ্ধের পর আত্মগোপনে আছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। অনেকে হয়েছেন গ্রেফতার। ফলে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব রাজনৈতিক দলেরই ছাত্রসংগঠন বাধাহীনভাবে তাদের কার্যক্রম চালাতে পারছে। 

গণতান্ত্রিক চর্চার অবাধ এ সময়ে সিলেট জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ-বিশ্ববিদ্যালয়, আলিম-ফাজিল-কামিল ও  টাইটেল মাদরাসা) ছাত্রদলকে চাঙা করতে কেন্দ্রের নির্দেশে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে জেলা শাখা। এ লক্ষ্যে কার্যক্রম পরিচালনা ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এতে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় তিন নেতা, জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ স্তরের নেতারা।

পরিচালনা কমিটিকে ৬টি টিম করে উপজেলাগুলো ভাগ করে দেওয়া হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে কাজ শুরু করেছে এসব টিম। 

কার্যক্রমের মাঝে থাকছে- নতুন সদস্য ফরম বিতরণ ও প্রত্যেক ক্যাম্পাসে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে নেতৃত্ব বাছাই। কার্যক্রম পরিচালনা কমিটি খুব শীঘ্রই কেন্দ্রের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এরপরই সিলেট জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষণা করা হবে ছাত্রদলের নতুন কমিটি।

জেলা ছাত্রদল সূত্র জানায়, এই ইউনিটের অধীনস্থ সিলেটের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়- আলিম, ফাজিল ও কামিল এবং টাইটেল (কওমি) মাদরাসায় তাদের কমিটি ঢেলে সাজাতে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। নতুন সদস্য নেওয়ার পরই কমিটি গঠনের লক্ষ্যে বাছাই করা হবে নেতৃত্ব।

এসব কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রের নির্দেশে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়- সিলেটের ১৩ উজেলায় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৪৮ জন। এতে রয়েছেন জেলার সহসভাপতি, যুগ্ম ও সহসাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদের নেতারা। কমিটিকে কয়েকটি টিমে ভাগ করে দেওয়া হয়েছে। একেকটি টিমের অধীনে রয়েছে দুটি বা তিনটি করে উপজেলা।

এসব টিমের কার্যক্রম মনিটরিং করার জন্য গঠন করা হয়েছে ৫ সদস্যের আলাদা টিম। এতে রয়েছেন কেন্দ্রের ৩ নেতা ও জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক। 

দল জানায়, খুব শীঘ্রই টিমগুলো তাদের রিপোর্ট বা প্রতিবেদন জমা দিবে। এরপরই প্রত্যেক ক্যাম্পাসে কমিটি ঘোষণা করা হবে।

জানা গেছে, সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার দায়িত্বে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, দুলাল রেজা ও জাবেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আবুল হাসান রাসেল ও  আলী আব্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক জাবেদ, সোহাগ তালুকদার ও দিলোয়ার হোসেন সায়েম, মানবাধিকার সম্পাদক নাছির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক জব্বার আহমেদ কামরান ও সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক জহুরুল আলম।

ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার দায়িত্বে যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব ও শহিদুল ইসলাম অপু, সহ-সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার  ও শফিকুল ইসলাম রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর ইসলাম নিপুন, আকিরুল ইসলাম জিসান ও জিয়া উদ্দিন লাভলু। 

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার দায়িত্বে সহ-সভাপতি সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম ও তাজুল ইসলাম সাজু, সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর ও মিফতাউল ইসলাম রাশেদ। 

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার দায়িত্বে সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, একরাম হোসেন ও সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, প্রচার সম্পাদক মাহফুজ আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন চৌধুরী। 

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দায়িত্বে সহ-সভাপতি কামরান আহমেদ, যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমেদ, আক্তার হোসেন লিমন ও মনিরুল ইসলাম জুয়েল এবং সদস্য মিনহাজ খান। 

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার দায়িত্বে সহ-সভাপতি আহমেদ ফেরদৌস সাকের ও জুনেদ আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দেলওয়ার হোসেন চৌধুরী ও অ্যাড. জামীনুল ইসলাম জামী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ইজাজুর রহমান মুন্না ও মুমিনুর রহমান এবং সদস্য সুয়েব আহমদ সিমন। 

এদের কার্যক্রম মনিটরিংয়ের কেন্দ্রের দায়িত্বশীলরা হচ্ছেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মওদুদ আহমেদ ও ইব্রাহিম কার্দি এবং সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। 

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী কওমি কণ্ঠকে বলেন- ‘আজ (শনিবার) সকাল থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। এ কাজ শেষে অ্যাক্টিভিটি দেখে নেতৃত্বের জন্য হবে বাছাই। এরপরই আমরা আমাদের রিপোর্ট জমা দিবো। সব শেষে শীঘ্রই ঘোষণা করা হবে সকল ক্যাম্পাস কমিটি।’