- সিলেট বিএনপির সভা আগামীকাল
কওমি কণ্ঠ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সিলেট। দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২১ জানুয়ারি শ্বশুরবাড়ি সিলেটে আসছেন তিনি। বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর।
তাঁর সফর স্বার্থক ও সফল করতে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে স্থানীয় বিএনপি। এ লক্ষ্যে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের মেন্দিভাগস্থ এমরান’স অ্যাসোসিয়েটস অফিসে অনুষ্ঠিত হবে।
এ সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই (২২ জানুয়ারি) আধ্যাত্মিক নগর সিলেটের আলিয়া মাদরাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারকাজ শুরু করবেন বিএনপি প্রধান তারেক রহমান।
তাঁর সিলেট আগমনে সিলেটসহ বিভাগজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আলিয়া মাদরাসা মাঠের জনসভাকে সফল করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের প্রক্রিয়া শুরু করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। নেতারা বলছেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশেই কর্মসূচি পালিত হবে।
জানা গেছে, ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মাজার জিয়ারতের পর বিএনপির চেয়ারম্যান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর মধ্যে সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরাও অংশ নেবেন।
বিএনপি জানিয়েছে, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সব সময় নির্বাচনী প্রচারণা শুরু করতেন। ঐতিহ্যগতভাবে এবারও বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রাখছে।
সূত্র জানায়, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।