শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে নৃবিজ্ঞান চ্যাম্পিয়নস লিগ(এসিএল)-এর ৭ম আসর বুধবার বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও নৃবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, নৃবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ফারিয়া বিনতে আরিফ, সহকারী অধ্যাপক সেলিম মিয়া, সহকারী অধ্যাপক সূবর্ণা নন্দী মজুমদার, প্রভাষক চাঁদ মিয়া, প্রভাষক আশরাফুল হক অপূর্বসহ নৃবিজ্ঞান সমিতির ভিপি মুহাম্মদ সাদিকুর রহমান, জিএস আবু সাঈদ নোমান এবং সিনিয়র কার্যকরী সদস্য মাসুম ইসলাম।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিগ-নাইন ২-০ গোলে ক্রসফায়ারকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ব্যাকবেঞ্চার ও অফসাইডের মধ্যকার লড়াইটি ১-১ গোলে ড্র হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।