কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের ফেঞ্চুগঞ্জে ১৫ বছর বয়েসি এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে এ কিশোরী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার কায়েস্তগ্রাম থেকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় মেয়েটির পাশের বাড়ির সামনে একটি গাছের ডালের সাথে উড়না দিয়ে একটি গাছের সাথে ফাঁস নেয়। ভোরে স্থানীয় লোকজন মেয়েটির ঝুলন্ত দেহ গাছে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এবং দেহ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে যাওয়ার আগেই ওই কিশোরী মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- পারিবারিক ও ব্যক্তিগত কারণে মানসিক হতাশাগ্রস্ত হয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে।