কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে যারা কারসাজি করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সিলের মহানগরের শিবগঞ্জ এলাকার সেনপাড়ার ২০ নং বাসা থেকে মওজুদ করে রাখা এক ট্রাকভর্তি গ্যাস সিলিন্ডার জব্দ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত ভ্রাম্যামাণ আদালত।
তথ্যটি কওমি কণ্ঠকে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
এসব সিলিন্ডার ‘মাখন চুলা ঘর’ নামের প্রতিষ্ঠানের মালিক মজুদ করে রেখেছিলেন। অভিযানকালে তাকে ৫০ হাজার জরিমানা করা হয়।
মোহাম্মদ আরিফ মিয়া জানান, বসতবাড়িটিতে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুতের তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে ১২ কেজির ১৩০টি এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডার পাওয়া যায়।
তিনি বলেন- তথ্য অনুযায়ী ট্রাকটি গত দুই দিন ধরে সেখানে অবস্থান করছিল। কোনো ধরনের লাইসেন্স বা গোডাউন ছাড়াই বসতবাড়িতে এভাবে সিলিন্ডার রাখা বিধিসম্মত নয় এবং এতে অগ্নিনিরাপত্তার ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী দিনের মধ্যে ওই সিলিন্ডারগুলোর বিক্রির তথ্য অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামক দোকানের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোহাম্মদ আরিফ মিয়া জানান- ওই দোকানে ১৩০০ টাকার এলপিজি সিলিন্ডার অধিক দামে বিক্রি করা হচ্ছিলো। খবর পেয়ে ভোক্তার অধিকার অভিযান চালিয়ে দোকানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে।