দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মানে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটি।

শনিবার (৮ মার্চ) সিলেট নগরে গ্রিন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মানে এই “দোয়া মাহফিল ও ইফতার” এর আয়োজন করা হয়।  
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। 

প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, পবিত্র রমজান মাস হল সংযমের মাস, বেশি বেশি দোয়া লাভের মাস। এই মাসে একজন রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। এই মাসে যত বেশি নেক আমল করা হবে বান্দা তত বেশি সওয়াব পাবে। এই মাসে সমাজের অসহায়-দরিদ্র, প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার-সিলেটের উপ-আঞ্চলিক পরিচালক মো. মোমিনুর রহমান, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সহ-সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আজকের সংবাদ২৪.কম-এর সম্পাদক ফয়জুল আহমদ, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের চার্টার্ড প্রেসিডেন্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ আল মামুন।    

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী।  

এসময় উপস্থিত ছিলেন- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সদস্য ইফতেখার মাহমুদ, লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায় ও সদস্য সমিত গঞ্জু, গ্রিন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষক আফজাল শিকদার, মোছা, সুরুপা বেগম ও মো. শাহজাহান, সদস্য মোছা. ফাতেমা বেগম ও মোছা. শিলন বেগম, স্টাফ নুরজাহান বেগম, শিক্ষার্থী সমীররঞ্জন বিশ্বাস, তাহমিনা আক্তার মৌমি, সোয়েব, খাদিজাতুল কুবরা সিফা, রেশমা আক্তার রিয়া, অহনা আক্তার, রাদিয়া জান্নাত, জুই রানী, আফসানা আক্তার মুন্নি, তাসফিয়া জান্নাত ইশা, আব্দুল্লাহ আল রিয়াদ ও নাদিয়া বেগম।

আরো উপস্থিত ছিলেন- সিলেট অ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাকেরুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. ইশতিয়াক মাহমুদ, সাহেদুল ইসলাম, আবু কাউছার, বাবুল দাস, মো. বায়েজিদ, জয়দ্বীপ রায়, মোছা. বিউটি বেগম, তামজিদ আহমদ তানজীম, তাওফিক আহমদ তাহসিন, রিচার্ড, মো. ইয়াসিন আলী প্রমুখ।

(নিউজ পাবলিশার : ছনি জান্নাত )