আগামী নির্বাচন হবে একটি উৎসব : সিলেটে উপদেষ্টা ফারুক

কওমি কণ্ঠ রিপোর্টার :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর বিক্রম বলেছেন, গণভোট এ জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে গণভোট সফল করতে হবে৷ সকল রাজনৈতিক দলের দীর্ঘ সময়ের পর্যালোচনার প্রেক্ষিতে জুলাই সনদ প্রণয়ন কর হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদকে সুসংসহত করতে গণভোট সফল করতে হবে। 

তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেট সার্কিট হাউজে জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সাথে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়লের উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। 

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন হবে একটি উৎসব। এ উৎসবকে যথার্থতা দেওয়ার জন্য সম্ভাব্য যা যা করা প্রয়োজন সবই করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে কর্মীর মত আচরণ করা যাবে না। আবার কর্মকর্তাদেরও রাজনৈতিক দলের আজ্ঞাবহ কর্মীর মত আচরণ করা যাবে না।  সকল রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে যাতে কেউ পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে না পারে। 

তিনি আরও বলেন, রাষ্ট্রকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে৷ দেশের জন্য বারবার রক্ত দেওয়ার ইতিহাস পৃথিবীতে বিরল। জুলাই গণঅভ্যুত্থানের রক্তের দায়বদ্ধতা স্মরণ রেখে অর্পিত দায়িত্ব সততার সাথে সঠিকভাবে পালন করলেই একটি অসাধারণ দেশ গঠন করা যাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এ জাতির জন্য গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।  আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি নির্ধারন করবে গণভোটের ইতিবাচক ফলাফল৷ আমরা পরিবর্তনের পক্ষে। এ পরিবর্তনের জন্যই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অকাতরে তাদের জীবন দিয়েছিল। তাই গণভোটের বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। গণভোটে আমাদের পক্ষ হ্যাঁ হলেও সংসদ নির্বাচনে আমাদেরকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। 

সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী'র সভাপতিত্বে মতবিনিময় সভায়  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলমসহ সিলেট বিভাগের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।