মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নি হ ত ৫

কওমি কণ্ঠ ডেস্ক :

 

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ( ৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে জেলা সদরের গেরদা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আর বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয়।

দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ মোট ৯ জন ছিলেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ‘ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।’ 

তিনি বলেন, ‘ঘটনাটি ঘটেছে গেরদা থেকে মুন্সিবাজারের দিকে একটি অবৈধ রেলক্রসিংয়ে। রেলবিভাগের অনুমোদিত রেলক্রসিং না থাকায় ওই স্থানে রেল কর্তৃপক্ষের তত্ত্বাবধান নেই। মধুমতী এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল এবং মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল।’

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ মৃতদের দাফনের জন্য জেলা প্রশাসন যাবতীয় খরচ বহন করবে বলেও জানান তিনি।