লোকমান আউট, সিলেট-৩ আসনে ১০ দলীয় ‘জোট’র প্রার্থী গহরপুরিপুত্র

কওমি কণ্ঠ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ১০ দলীয় ‘জোট’র প্রার্থী হিসেবে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুকে চূড়ান্ত করা হয়েছে।

তিনি বাংলাদেশ খেলাফত মজলিস নেতা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে নির্ভরযোগ‍্য একটি সূত্র কওমি কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছে।

হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নুর উদ্দিন আহমদ রাহ. গরহপুরি-এর একমাত্র ছেলে, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়াহ-এর সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর-এর মুহতামিম।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রেস ব্রিফিং করে ১০ দলীয় ‘জোট’র আসন বণ্টনের তালিকা প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তবে আসনভিত্তিক দল বা প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি সোমবার পর্যন্তও। এরই মাঝে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১০টি আসনে প্রার্থী দিচ্ছে জামায়াত। এর মধ্যে রয়েছে সিলেট-৩। এ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

তবে শেষ মুহূর্তে এসে  ‘জোট’র স্বার্থে এ আসন বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে জামায়াত।

জানা গেছে, সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে আসন বণ্টনের তালিকা ও  প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।