সিলেটের ৫ জনকে বহিষ্কার করলো বিএনপি

কওমি কণ্ঠ রিপোর্টার :

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এ পর্যন্ত বিএনপির ৬৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই ৬৯ জনের মধ্যে রয়েছেন সিলেট বিভাগের ৫ জন।

তারা  হলেন- ১. সুনামগঞ্জ-৩ আসনের আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি।

২. সুনামগঞ্জ-৪ আসনের দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি।

৩. সিলেট-৫ আসনের মামুনুর রশীদ (চাকসু), সহসভাপতি সিলেট জেলা বিএনপি।

৪. মৌলভীবাজার-৪ আসনের মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি।

৫. হবিগঞ্জ-১ আসনের শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক নির্দেশনা কার্যকর করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।