কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাকচাপায় আজমান আলী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে সুরুব আলীর ছেলে।
এসময় মোটরসাইকেলর চালক একই গ্রামের আমির আলীর ছেলে শাওন (২১) গুরুতর আহত হন।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে টুকেরবাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে পাথরবাহী ট্রাক সিলেট শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টুকেরবাজার পয়েন্টে আসলে ট্রাকের পেছন থেকে আজমান আলীগের মোটরসাইকেলটি ট্রাককে বাম দিক থেকে ওভারটেক করতে গেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান এ দুজন। এতে ঘটনাস্থলেই আজমানের মৃত্যু হয়।
স্থানীয়রা মোটরসাইকেলেরচালক শাওনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার এস.আই তন্ময় জানান- দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে ওসমানী মেডিকেল কলেজে করা হয়েছে।