‘কারো কথায় প্রশাসন চলবে কেন?’

কওমি কণ্ঠ ডেস্ক :

কারো কথায় প্রশাসন চলুক জনগণ চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার জামেয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা ঢাকা ও  জামেয়া সাঈদীয়া কারিমীয়া ভাটারা ঢাকার পৃথক দুটি খতমে বোখারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অতীতে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ায় দেশের মানুষের ভোটাধিকার হাইজ্যাক করে পতিত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এর আগেও একই কারণে অতীতের সরকারেরা ভোটারবিহীন নির্বাচন আয়োজনের দুঃসাহস দেখিয়েছে।’

তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা হচ্ছে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যাতে আর কেউ নাগরিকদের ভোটাধিকার হরণ করতে না পারে। নতুন করে পেশীশক্তি দিয়ে ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে পার পাওয়া তো দূরের কথা, সাহসও যাতে না পায়, তেমন সংস্কার চায় জনগণ।’