অযুবিহীন কুরআনের আয়াত স্পর্শ করা

জিজ্ঞাসা: আমাদের পরীক্ষার খাতায় লুজের মধ্যে মাদ্রাসার  লোগো জলছাপা দেয়া আছে। লোগোর মধ্যে কুরআনের একটা আয়াত আছে। এটাও ছাপা আছে খাতায়। ওই কাগজে লেখার সময় আয়াতের উপর স্পর্শ লেগে যায় স্বাভাবিকভাবেই। এখন এজন্য কি অযু অবস্থায় থাকতে হবে স্পর্শ করার আগে?

নিবেদক, আব্দুল্লাহ মারুফ, মোহাম্মদপুর, ঢাকা।

জবাব: হ্যাঁ, কাগজে লিখিত আয়াত স্পর্শ করার ক্ষেত্রে অযু থাকতে হবে। অযুবিহীন আয়াতের উপর হাত রাখা বৈধ নয়।

উল্লেখ্য, পরীক্ষার খাতা-কাগজে কোরআন শরিফের আয়াত লিখা থেকে বিরত থাকা কর্তব্য। কেননা, তাতে আয়াতের অবমাননার সমূহ সম্ভাবনা থাকে।

দেখুনঃ (সূরা ওয়াকেআ-৭৯; মাজমাউয যাওয়ায়েদ-১/৬১৬; সুনানু দারা কুতনী-১/২২৩; খুলাসাতুল ফাতাওয়া-১/২৩০; আল-মুহীতুল বুরহানী ১/২৩২)