সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভা-মিছিল

গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা মাঠে পেন্ডাল নির্মাণে কর্মরত ঘুমন্ত নিরীহ তাবলীগ সাথীদের উপর হামলা-তিনজন মুসল্লি হত্যায় জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ দিবসের অংশ হিসেবে সিলেটে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের ডাকে বাদ জুম্মা কোর্টপয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা বলেন-ইজতেমা মাঠের হত্যাকাণ্ড জড়িত খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে-সিলেট থেকেও অনেক সাদপন্থীরা খুন ও হামলায় অংশ নিয়েছে। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে-প্রতি মসজিদে খুনিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।


পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও মুফতি রশিদ আহমদ ও মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বর্ষীয়ান আলেম মাওলানা মুশতাক আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, প্রখ্যাত আইনজীবী মুহাম্মদ আলী, মাওলানা শাহ মমশাদ আহমদ, পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মুশতাক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, আবুতুরাব মসজিদের ইমাম, সুবাহানীঘাট জামেয়া মাহমুদিয়ার মুহাদ্দিস মাওলানা বেলাল আহমদ, কাজির বাজার জামেয়ার আল-হাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ,ছাত্রনেতা মুকাব্বির হুসেইন প্রমুখ।


সভায় শেষে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মাওলানা শাহ মমশাদ আহমদ।

মুনাজাত পরিচালনা করেন-হাফেজ মাওলানা শামীম আহমদ।