মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় জায়গা নিয়ে বিরোধের জেরে ভারতীয় নাগরিকের হাতে আহাদ আলী (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আহাদ ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার রোববার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার দুপুরে জায়গাসংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথাকাটাকাটি হয় আহাদের। একপর্যায়ে ভারতীয়রা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আহাদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আহাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেটে মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।