সিলেট সীমান্ত দিয়ে ফের পুশ-ইন, এবার ৫৫ জন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে মোট ৫৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৬ জুলাই) ভোররাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৪টি গ্রুপে ভাগ করে তাদের এপারে ঠেলে পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, বুধবার উল্লিখিত সময়ের মধ্যে ছাতক উপজেলার নোয়াকোট, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ ৪টি গ্রুপে ভাগ করে মোট ৫৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে তাদের বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন টহল দল আটক করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী- আটক সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন।

আটকদের মধ্যে যশোর জেলার ১২ জন, নড়াইলের ২৩ জন, সিলেটর ৪ জন, সাতক্ষীরার ১০ জন, কুষ্টিয়ার ১ জন, খুলনার ১ জন, হবিগঞ্জের ১জন, নরসিংদীর ১ জন ও বরিশাল জেলার ২ জন।

এদের মধ্যে পুরুষ ১২ জন, মহিলা ৩৩ জন ও শিশু ১০ জন। 

আটকদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।