সিলেটে দুই গ্রামের মানুষের সং ঘ র্ষ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমার একটি ও বিশ্বনাথ উপজেলার একটি গ্রামের মানুষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিএনজিচালিত অটোরিকশার দুই চালকের ঝগড়ার জের ধরে এ সংঘর্ষের ঘটন ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত দক্ষিণ সুরমা থানাপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে রাতে এলাকার মুরুব্বিরা বৈঠকে বসবেন বলে জানা গেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়- লালাবাজারের পশ্চিমের নির্মাণাধীন ব্রিজে গাড়ি উঠানো নিয়ে দক্ষিণ সুরমার ভালকি গ্রামের এক অটোচালক ও বিশ্বানথের টেংরা গ্রামের এক অটোচালকের মাঝে সোমবার বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই গ্রামের বাসিন্দারা আজ মঙ্গলবার বিকালে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুপক্ষের লোকজনের হাতেই দেশিয় অস্ত্র দেখা যায় এবং মারামারিতে অন্তত ১২ জন আহত হন। তবে কেউ গুরুতর আহত হননি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ও স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন- দুই অটোচালকের ঝগড়ার জের ধরে আজ বিকালে ভালকি ও টেংরা গ্রামের কিছু লোক মারামারিতে ঝড়িয়ে পড়েন। এতে কয়েকজন হালতা আহত হয়েছেন। তবে গুরুতর আহত কেউ নন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। রাতে এলাকার মুরুব্বিরা বৈঠক করে সামাজিকভাবে সমাধান দিবেন বলে জানিয়েছেন। এরপরও কেউ আইনের সহায়তা নিতে চাইলে পুলিশ সহযোগিতা করতে প্রস্তুত।