পিআর সিস্টেমের নির্বাচন চায় ইসলামি আন্দোলন

কওমি কণ্ঠ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে হলেও পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেগমপাড়া তৈরি করবেন, বাংলার ছাত্রজনতা দেখতে চায় না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্য যদি আবার রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেব। সুন্দর দেশ গড়ার জন্য আবার জীবন দেব।’

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ‘আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আপনারা হলেন গণঅভ্যুত্থানের সরকার। আপনাদের কার্যক্রমগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ। আপনাদের দুর্বলতা কোথায়?’

বিএনপিকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ‘যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। পিআর নির্বাচন পছন্দ করছেন না। আমি বলব, এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা তো মনে করেন, আপনারা অনেক তাল গাছ হয়েছেন। আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই। মাটি সরে গেছে। বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজ, দখলকারী, খুনিদের দেখতে চাই না। পরিবর্তন করতে হবে। ভোটের পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা হাজার মায়ের কোল খালি করেছে, তাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করেছেন। আপনারা কী ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন? নির্বাচনে তাদেরকে নিয়ে এসে ক্ষমতা দখল করবেন? ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পাশে দেশ রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্বসুলভ আচরণ করবে। কিন্তু তাদের আচরণে বন্ধুত্ব পাই নাই। আর তাদের দোসরদেরকে খুশি করবেন? তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতা যাবেন? না। এটা কখনো হবে না। হতে দেওয়া যাবে না। পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়?’

তিনি আরও বলেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব।’

বক্তব্য শেষে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেছেন। এ সময় সভাপতি হিসেবে আতিকুল রহমান মুজাহিদ ও সাধারণ সম্পাদক হিসেবে মানসুর আহমেদ সাকীর নাম ঘোষণা করা হয়েছে।