জালালপুর উচ্চ বিদ্যালয়ে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপনের প্রস্তুতি

  • ২০২৬ সালের ১৭ ও ১৮ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানমালা
  • রোববার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) ও প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান সাড়ম্বরে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে আগামী বছরের ১৭ ও ১৮ জানুয়ারি। বছরব্যাপী প্রস্তুতি-কার্যক্রমের উদ্বোধন করা হবে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরের জেল রোডের আনন্দ টাওয়ারস্থ  সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর কনফারেন্স রুমে।

এসব তথ্য সংবাদ সম্মেলন করে জানিয়েছেন ‘জালালপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি’র নেতৃবৃন্দ। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন চেম্বারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আখলাকুল আম্বিয়া জানান- ১৯৫০ সালে জালালপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ এই ৭৫ বছরে বৃহত্তর জালালপুর এলাকাসহ পার্শবর্তী এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়টিতে পড়ালেখা করে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এলাকার সর্বস্তরের মানুষসহ দক্ষিণ সুরমাবাসীর সার্বিক সহযোগিতায় জালালপুর উচ্চ বিদ্যালয় মহীরুহে পরিণত হয়েছে। সিলেটের খাবার ও রেস্তোরাঁ

তিনি বলেন- ২০২৫ সালে এ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্ণ হয়েছে। বিদ্যালয়ের এই গৌরবময় অগ্রযাত্রাকে সামনে রেখে প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘জালালপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। আগামী বছরের ১৭ ও ১৮ জানুয়ারি- দুই দিন অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এতে দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়ে গৌরবময় স্মৃতিমধুর আয়োজনে অংশগ্রহণ করবেন। এ জন্য আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর কনফারেন্স রুমে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে। পরে বছরব্যাপী চলবে বিভিন্ন প্রস্তুতি-কার্যক্রম।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

সংবাদ সম্মেলনে ‘জালালপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।