বাংলাদেশ জমিয়তের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাতে মৌলভীবাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷
এদিকে মাওলানা মনসূরুল হাসান রায়পুরীর ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এক শোক বার্তায় শান্তিগঞ্জ জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদসহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন৷