কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট বিভাগের দুই জেলার কযেকটি সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ও বুধবার (২২ জানুয়ারি) সকালে এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, উৎমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপি’র জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান, আনারসের চারা এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে।
এসময়ও চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে বিজিবি।
এসব গরু ও মহিষ এবং মালামালের মূল্য ৮৯ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।