কওমি কণ্ঠ রিপোর্টার :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা ভারতীয় জিরা ও সুপারি জব্দ করা হয়েছে।
২৬ ও ২৭ আগস্ট- এই দুই দিনের অভিযানে এসব জব্দ করা হয়।
এক সংবাদবিজপ্তিতে জানানো হয়- বিজিবি ১৯ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপি’র টহল দল কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ কেজি ভারতীয় জিরা জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জিরার বাজারমূল্য ২৫ হাজার টাকা।
অপরদিকে, বিজিবি ১৯ ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপি’র টহল দল জকিগঞ্জ উপজেলার মইয়াখালী পয়েন্ট এলাকা থেকে ১৮০ কেজি ভারতীয় সুপারি জব্দ করেছে। এসময়ও কাউকে আটক করতে পারেনি বিজিবি। এসব সুপারির বাজারমূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
এসব বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।