বিষ ঢেলে ছাত্রদল নেতার খামারের মাছ নিধন করলো ছাত্রলীগ!

কওমি কণ্ঠ ডেস্ক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষ ঢেলে ছাত্রদল নেতার খামারের ২০ লাখ টাকার মাছ নিধন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় কতিপয় নেতাকর্মী। সোমবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হচ্ছে- কলকললিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় খাশিলা গ্রামের আক্তার হোসেন, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুনাব আলী, যুবলীগ কর্মী আংগুর মিয়া ওরফে কালা আঙ্গুর ও ডাকাতি মামলার আসামি মিলিক মিয়া এবং তাদের কয়েকজন সহযোগী। 

জানা গেছে, সিলেট মদন-মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জগন্নাথপুর ছাত্র যুব কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি  মোক্তার আহমেদের গ্রামের বাড়িতে পরিবারিক এগ্রো ফার্ম মাছের সমন্বিত মৎস্য খামার রয়েছে। একশ' বিঘা জমির মধ্য ১০ টি পুকুর এ খামার এবং ৩ বিঘা জমি নিয়ে ছোট মাছের আরেকটি খামার। এই খামারগুলোতে প্রায় ২০ লাখ টাকার মাছ চাষ করা হয়।

সোমবার ভোররাতে পাহারাদার কমলা মিয়া সেহরি খাওয়ার জন্য বাড়িতে যান। আর এ সুযোগ দুষ্কৃতিকারীরা মাছের খামারে বিষ প্রয়োগ করে। পাহারাদার ফিরে এসে ঘটনা দেখে শোরচিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। দুষ্কৃতকারীরা এর তিনদিন পূর্বে ছাত্রদল নেতা পাবেল তালুকদারের মামলায় জামিন নিয়ে এসে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে জগন্নাথপুর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত জব্দ করে।

এ ঘটনায় খাশিলা গ্রামের যুবদল নেতা শাহিন আহমেদ বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।