পিতার হাতে প্রাণ গেলো মেয়ের

  • মোবাইলে ছেলেদের সঙ্গে কথা বলায় এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

কওমি কণ্ঠ রিপোর্টার :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘণশ্যামপুর গ্রামে পিতার দায়ের কোপে কিশোরী মেয়ে নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

 নিহতের নাম রানু বেগম (১৫)। সে ঘনশ্যামপুর গ্রামের মঈন উদ্দিনের (৪২) মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- রানু বেগম প্রায় সময়ই মোবাইল ফোনে বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। বিষয়টিকে তার পিতা মঈন উদ্দীন ভালোভাবে নিতেন না। মেয়েকে নিবৃত্ত করতে বার বার চেষ্টা করে ব্যর্থ হয়ে একপর্যায়ে রোববার দুপুরে কথা বলার সময় পিছন দিক থেকে ধারালো দা দিয়ে মেয়ের ঘাড়ে কোপ দিলে মেয়ের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতাকে আটক করেছে। 

রানু বেগমের মা শাহেদা বেগম জানান, মোবাইলে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছেন তার স্বামী। তিনি স্বামীর বিচার চান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আটক মঈন উদ্দিনকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হবে।