কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুবলীগ নেতা মুহিবুর রহমান (সুইট)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সুইট এ ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে।
গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে বিশ্বনাথ থানাপুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া।
উল্লেখ্য, গত বছরের ৮ মে বিতর্কিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মুহিবুর রহমান (সুইট)। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের। এর আগে ৫ আগস্টের পরপরই আত্মগোপনে চলে যান সুইট। জুলাই-আগস্ট বিপ্লবের সময় হামলা ও নাশকতা সৃষ্টির একাধিক মামলার আসামি তিনি।