আলেমদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, গ্রেপ্তার ১

কওমি কণ্ঠ ডেস্ক :

ফরিদপুরের সালথায় আলেমদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‌‘কুরুচিপূর্ণ পোস্ট’ করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারাণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই যুবকের মো. সাদ্দাম হোসেন (৩০)। তিনি নারাণদিয়া এলাকার আফতাব হোসেনের ছেলে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারাণদিয়া এলাকার সাদ্দাম হোসেন তার ফেসবুক আইডি থেকে আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেন। পোস্টে কয়েকজন আলেমের ছবি আপলোড করেন। পোস্টটি এলাকার কিছু লোক দেখতে পেয়ে সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি নিজে ওই পোস্ট ফেসবুকে আপলোড করেছেন মর্মে স্বীকার করায় মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সালথা থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমামদের সাথে কথা বলে সাদ্দাম হোসেনকে আটক করে আইননত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় স্বাভাবিক হয় পরিস্থিতি। পরে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘ফেসবুক আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় সাদ্দাম হোসেন নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।’
মূল রিপোর্ট : বাংলাদেশের খবর