কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আব্দুল ওয়াহিদ (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ২টার দিকে তিনি নিখোঁজ হন।
আব্দুল ওয়াহিদ সিলেটের ওসমানীনগর উপজেলার খাগদিওর মীরপাড়ার বাসিন্দা ও খাগদিওর ইসলামিয়া মাদরাসার সাবেক শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আব্দুল ওয়াহিদের শারীরিক অসুস্থতা দেখা দিলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে একটি বেডে তাঁকে বসিয়ে সঙ্গে যাওয়া পরিবারের সদস্য অন্যদিকে ব্যস্ত হয়ে পড়লে সবার অগোচরে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। পরে আর আব্দুল ওয়াহিদকে ওসমানী হাসপাতালসহ আশপাশ এলাকায় খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানা গেছে।
আব্দুল ওয়াহিদের সন্ধান কেউ পেলে এই ফোন নাম্বারে (01712691108) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।