বিসিসি নির্বাচনের ফলাফল নিয়ে ফয়জুল করীমের মামলা

কওমি কণ্ঠ ডেস্ক :

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। মামলায় ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের এই মেয়র প্রার্থী নিজেকে বিজয়ী করার আবেদন করেছেন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। বিচারক মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহার ও বাদীর আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসিরের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মামলার বাদি হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমসহ আরো ৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নৌকা প্রতীকের প্রার্থী ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ সিটি নির্বাচনে ভোট ডাকাতি করেছেন। আবুল খায়ের আব্দুল্লাহর প্রাপ্ত ভোট ৮৭ হাজার ৮০৮ এবং মুফতি ফয়জুল করিমের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৮২৮ দেখালেও মূলত ফলাফল মনগড়াভাবে তৈরি করা হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে মামলার বাদী নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে অনেক ভোট বেশি পেয়ে নির্বাচিত হতেন। তাই মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে অবৈধ ঘোষণা করে তাকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণার আবেদন করেছেন মুফতি ফয়জুল করিম।