কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট-ভোলাগঞ্জ সড়কে খাগাইল ব্রিজের কাছে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রতন শেখ কওমি কণ্ঠকে জানান- রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৩-৭৭৭০) বেপরোয়া গতিতে এসে সামনের একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি রাস্তার নিচে খাদে পড়ে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়।
এসময় অটোরিকশাযাত্রী মিজান (১৭), তানভীর (১৬), নাজিম উদ্দিন (১৮), হাছান (১৫) ও হাতিম (১৮) আহত হন। তাদের সবা বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।
দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
তাদের মধ্যে একজন আইসিইউ-তে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।