সিলেট উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের প্রশিক্ষণের সনদ বিতরণ

 

সিলেট উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান  রেজাউল করিম আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন  সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজি) জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।পুলিশ কমিশনার তাহার বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি আত্মনির্ভরশীল করে তুলবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ কয়েছ আহমদ, মোঃ আবুল কালাম,

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল আজিজ সজীব। 

এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের  কোষাধ্যক্ষ, জনি আহমদ, সদস্য, আব্দুল্লাহ আল সাঈদ,ক্বারি মাজেদুল ইসলাম,হাফিজ শাহরিয়ার, মোজাহিদুল ইসলাম,ফাহাদ জমির, সাঈদ আহমদ,মোঃ এহসানুল করিম,আল আহবাব,এম কে নাঈম,এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

অনুষ্ঠানে একজন প্রশিক্ষণার্থীকে ফ্রিল্যান্সিং কার্যক্রমে সহায়তার জন্য একটি ল্যাপটপ, এবং অপর একজনকে ৩০,০০০ টাকার একটি চেক প্রদান করা হয়।

এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংগঠনের প্রতি অসামান্য অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ  মান্যবর পুলিশ কমিশনার মহোদয়কে  সিলেট উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানসূচক ‘অনারারি লাইফ মেম্বার’ সার্টিফিকেট প্রদান করেন।