- কুলাউড়া সীমান্তে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশি যুবক আহাদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় ভারতীয় নাগরিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী জমিরুননেছা। রবিবার রাতে তিনি থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে রবিবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে জায়গা নিয়ে বিরোধের জেরে ভারতীয় নাগরিকসহ কয়েকজন আহাদকে কুপিয়ে হত্যা করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে আহাদ আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে আহাদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আহাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ওসি বলেন, হত্যার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলীসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। হামলাকারী ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদ আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে।