ইজতেমা মাঠে ৩ মুসল্লির মৃ ত্যু

কওমি কণ্ঠ ডেস্ক :

 

টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

তারা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবর্দী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লাহর ছেলে সাবেদ আলী (৭০)।

তাদের মধ্যে আব্দুল কুদ্দুস গাজীর জানাযা নামাজ বাদ জুমা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, জুমার নামাজ আদায় করার জন্য কুদ্দুস গাজী গোসল করতে গেলে গোসল অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। সকাল ১১ টার দিকে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর আমিরুল ইসলাম ও সাবেদ আলী অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা দুজন মৃত্যুবরণ করেন।

বিশ্ব ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপর দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন এর কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারি স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন।

শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার  (৩১ জানুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। ২০ লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতে ইজতেমা ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১টা ৪৩ মিনটে জুমার খুতবা শুরু হয় এবং ১টা ৫৬ মিনিটে জামাত সম্পন্ন হয়। বিশাল এই জামাতের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমা চলছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয় এই ময়দানে। শুরুতেই বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বয়ানের তরজমা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক আম বয়ান করেন। লাখ লাখ শ্রোতা তখন পিনপতন নিরবতায় বয়ান শুনেন।

পরে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব।

এছাড়া শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেন মাওলানা ফারাহিম, ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেন আলিগড়ের প্রফেসর আব্দুল মান্নান সাহেব এবং খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করে ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

পরে সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। 

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জুমার জামাত। এই জামাতের ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

ইজতেমা চলাকালীন দিনগুলোতে তুরাগ তীরে বয়ান শ্রবণ ও আমল-আখলাকের তালিমসহ চলবে নানা আমলিয়ত।

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে যোগ দিয়েছেন শুরায়ে নেজাম অংশের অনুসারীরা। দ্বিতীয় ধাপেও তারা থাকবেন।

ইজতেমার প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরে দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

এদিকে, ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন ইজতেমা ময়দানে। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের আলেমদের বয়ান শুনছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন মুসুল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি জানান।