কওমি কণ্ঠ রিপোর্টার :
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি), সুপার নিউমারারি এডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং সুপার নিউমারারি এসপি পদমর্যাদার ২০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
২০ পুলিশ কর্মকর্তার মধ্যে সিলেট থেকে বদলি হয়েছেন একজন ও সিলেটে বদলি হয়ে এসছেন একজন।
প্রজ্ঞাপন অনুযায়ী- সুপারনিউমারারি পুলিশ হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মো. রাজীব ফারহনাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং খুলনা রেঞ্জ ডিআইজ কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির (পিএসসি)-কে এসএমপি’র উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- ৪ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৭ জন সুপার নিউমারারি অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৬ জন পুলিশ সুপার ও ৩ জন সুপার নিউমারারি পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
এই রদবদলের মাধ্যমে বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।