- শানে সাহাবার নিন্দা
কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট মহানগরের আখালিয়া এলাকার খুলিয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফাহিম আহমেদ জুমার বয়ানে নিয়মিত কথা বলতেন সুদ, ঘুষ ও অন্যায়ের বিরুদ্ধে। বিষয়টি সহজভাবে নেয়নি মসজিদ কমিটির কোষাধ্যক্ষ। তাই তাকে জোরপূর্বক পাঠানো হয় ১০ দিনের ছুটিতে। অতঃপর ছুটি শেষে ফিরে আসলে তাকে তাকে ইমামতি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে- ইতোমধ্যে মসজিদ কমিটি অন্য ইমামও নিয়োগ করে ফেলেছে।
এই মসজিদ কমিটির কোনো কোনো ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। এছাড়া অতীতেও এই কমিটি মসজিদকে নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত করার চেষ্টা করেছে এমনকি মসজিদে সংঘর্ষের মতো ঘটনাও ঘটিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার চাকরিচ্যুত করা হলো ইমামকে।
এ বিষয়টি সমাধানে মসজিদ কমিটি এবং ইমাম সাহেবের মধ্যে সমন্বয় ঘটানোর আইনি প্রক্রিয়ায় কাজ করছে খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন।
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন-এর সভাপতি হাফেজ মাওলানা বদরুল ইসলাম বলেন- সিলেটের জমিনে এ ধরনের নেককারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ইমাম সাহেবকে পুনর্বহাল না করলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে শানে সাহাবা।