- সিলেট-তামাবিল সড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহার
কওমি কণ্ঠ রিপোর্টার :
সাহাবা রা. ও আব্দুল্লাহ হরিপুরি রাহ.-সহ সিলেটের জৈন্তাপুরের মরহুম আলেমদের নিয়ে কটূক্তির জেরে কানাইঘাটের সঙ্গে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। ফলে আজ বৃহস্পতিবারের সিলেট-তামাবিল সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন জৈন্তাপুরের আলেম ও তাওহিদি জনতা।
আজ বেলা ১১টায় সিলেট জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ-এ অনুষ্ঠানিত বৈঠকে কটূক্তিকারীরা উপস্থিত হয়ে ক্ষমা চাওয়ায় এ বিরোধের অবসান হয়।
বৈঠকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- এই বৈঠকের পর থেকে আর এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। করলে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।