- দুবাই থেকে আসা দুজন আটক
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি দুই যাত্রীর লাগেজ থেকে চোরাই স্বর্ণের বড় চালান জব্দ করা হয়েছে। এইসময় ওই দুই যাত্রীকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এয়ারপোর্ট শুল্ক গোয়েন্দা টিম।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর যাত্রী ছিলেন স্বর্ণবাহক দুজন।
তারা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সৈয়দ আহমদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার আফতাব উদ্দিন (৩৬)।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসছে এমন তথ্য পায় এনএসআই। ফলে বিমাবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়। সকাল সাড়ে ৮টায় শারজাহ থেকে আসা ফ্লাইটটির দুই যাত্রী সৈয়দ আহমদ ও আফতাব উদ্দিনকে সন্দেহ হলে তাদের লাগেজ তল্লাশি করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা।
এসময় লাগেজে থাকা চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর লুকিয়ে রাখা সাড়ে ১৭ কেজি স্বর্ণ পাওয়া যায়। এগুলোর মধ্যে রয়েছে ১২০টি স্বর্ণের বার ও ৪টি পেস্ট।
এসব চোরাই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২১ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম-উল-হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।