কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের কানিশাইল এলাকায় সুরমা নদীর পার থেকে একটি বাক্সের মধ্যে থাকা একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। হাতটি ব্যান্ডেজ করা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়দের খবরের ভিত্তিতে সিলেট কোতোয়ালি থানাপুলিশ গিয়ে হাতটি উদ্ধার করে।
তবে পুলিশের ধারনা- এটি কোনো হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। কোনো হসপিটালে অপারেশন করে বিচ্ছিন্ন করা হাত। হাসপাাতালের ময়লার সঙ্গে এটি এখানে ফেলে দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কওমি কণ্ঠকে বলেন- প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে, এটি কোনো হাসপাতালে কারো অপারেশন করে বিচ্ছিন্ন করা হাত। পুরোটাই ব্যান্ডেজ করা। তারপরও সংশ্লিষ্ট এক্সপার্ট টিম হাতটি পরীক্ষা-নিরীক্ষা করছে।