ফাল্গুনী বৃষ্টিতে ভিজেছে সিলেট

কওমি কণ্ঠ রিপোর্টার :

আজ ১০ ফাল্গুন। শীত বিদায় নিয়েছে সবেমাত্র। এরই মাঝে ফাল্গুনী বৃষ্টিতে ভিজলো সিলেট। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা দিকে সিলেটের আকাশ মেঘে ঢাকে। এর কিছুক্ষণ পরই শুরু ঝড়োহাওয়া ও বৃষ্টি।

এ রিপোার্ট লেখা (বেলা ২টা) পর্যন্ত বিভাগের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি প্রাক-বর্ষার বৃষ্টি। আজ (রোববার) এর পরিধি এলাকাভিত্তিক আরও বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে শিলা পড়ার আশঙ্কাও রয়েছে।

এর আগে শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেব্রুয়ারি মাসে কিছুটা শীত থাকে। তবে এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। একে ‘প্রি মনসুন রেইন’ (প্রাক-বর্ষার বৃষ্টি) বলা হয়। এটি আরও পরে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এ বৃষ্টি আগেভাগেই দেখা দিয়েছে। রোব ও সোমবার বৃষ্টি চলমান থাকার সম্ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে বৃষ্টির পরিধিও বাড়তে পারে। আর রোববার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে।