কওমি কণ্ঠ ডেস্ক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন- এখনো বৈষম্য চলছে, এসব দূর করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিগত সরকারের আমলে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গরীব মানুষ এখনো অধিকারের জন্য আন্দোলন করছে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ শান্তিতে থাকবে। এমন বাংলাদেশ গড়তে চাই দেখানে মেধাবীরা চাকরি পাবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে ২০২৪ সালে গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জনমত গড়ার আহ্বানে নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটি এই সম্মেলনের আয়োজন করেন।
তিনি বলেন, গরীব-দুঃখী মেহনতি মানুষ এখনো অধিকারের জন্য আন্দোলন করছে।
বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য সৃষ্টির করার জন্য আন্দোলন করি নাই। জুলুমকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম, স্থায়ী করার জন্য নয়। দুর্নীতি দূর করার জন্য আন্দোলন করেছি, পোষণ করার জন্য আন্দোলন করিনি। এক মুঠো খাবারের জন্য মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনে লড়াই করবে এজন্য আন্দোলন করি নাই।
চাঁদা ও ঘুষ দেওয়ার পর ফাইল পাস হবে এজন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছিলাম মানুষ অধিকার ফিরে পাবে, বৈষম্য থাকবে না এজন্য।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সব শ্রেণি, সব ধর্মের মানুষের সমান অধিকারের জন্য আন্দোলন করেছিলাম। আমরা চাই অর্থনৈতিক ভারসাম্য। বাংলাদেশের অর্থ কয়েকটি পরিবারের কাছে, বিগত সরকারের আমলে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে অথচ একবছরে বাংলাদেশের বাজেটের বাজেট হয় ৭ লাখ কোটি টাকা।
বাংলাদেশের প্রতিটা নাগরিকের ওপর ব্যাপক ঋণ। লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল তারা। আমরা রাষ্ট্র গড়তে চাই যেখানে মানুষ শান্তিতে থাকবে, গরীব থাকবে না, যেখানে মেধার ভিত্তিতে চাকরি হবে। কোনো জায়গায় বৈষম্য থাকবে না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে চুরি ডাকাতি হবে না। মানুষ নিরাপদে থাকবে।