সিলেটে তরুণের আত্মহত্যা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরে সাব্বির হোসেন (২০) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরের রায়নগর এলাকার বসুন্ধরা ৩ নং বাসায় এ ঘটনা ঘটেছে। সাব্বির এ বাসার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় পরিবারের লোকজন সাব্বিরের দেহ চিনের চালার বাঁশের সঙ্গে ঝুলতে দেখে লাশটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানাধীন ঘটনাস্থল পরিদর্শন করে। 

পুলিশ জানিয়েছে, লাশের ময়না তদন্ত হবে। ওই তরুণ কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।