কওমি কণ্ঠ রিপোর্টার :
আজ পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সবধরনের আতশবাজি বহন ও ফোটানো নিষিদ্ধ করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
সাইফুল জানান, কেউ এ ধরণের কাজ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।