- আল-হাইআতুল উলইয়ার শোক
কওমি কণ্ঠ রিপোর্টার :
সড়ক দুর্ঘটনায় মুহাম্মাদ শিহাব (২৫) নামে এক দাওরায়ে হাদিস পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি জামিয়া ইসলামিয়া আরাবিয়া আড়াইহাজার শিবপুর মাদরাসার ছাত্র ও ভোলার তজুমদ্দীন এলাকার বাসিন্দা।
শিহাব আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে এবারের দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) পরীক্ষার্থী ছিলেন। এছাড়া পড়ালেখার পাশাপাশি তিনি ইমামতিও করতেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) পরীক্ষা দিয়ে তিনি বাড়ি ফেরার মোটরসাইকেল এক্সিডেন্টে করে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
শিহাবের মাদরাসার শিক্ষক মুফতি নাজমুল ইসলাম কাসেমী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- শিহাবের কেন্দ্র দারুল উলুম রূপগঞ্জে রোববারের পরীক্ষা শেষ করে একটি কাজে মোটরসাইকেলযোগে মাদরাসায় আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে সড়কের পাশের একটি গাছে গিয়ে আছড়ে পড়েন শিহাব। এসময় ঘটনাস্থলেই শিহাব মৃত্যুবরণ করেন।
এদিকে, শিহাবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কওমি মাদরাসার সব বোর্ডের অথরিটি বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।
বোর্ডের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ও কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং পরীক্ষা মনিটরিং সেল ও স্থায়ী কমিটির পক্ষ থেকে শিহাবের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।