বইমেলায় শাবি অধ্যাপক ফয়সালের ‘কর্মসংস্থান ও ব্যবসা’

কওমি কণ্ঠ ডেস্ক :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল লিখিত ‘কর্মসংস্থান ও ব্যবসা’ গ্রন্থটি অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত বইটিতে অর্থনীতিবিষয়ক বিশিষ্ট এই লেখক ও গবেষক সুনিপুণভাবে তুলে ধরেছেন ব্যবসার উদ্যোগ, ব্যবসা, উদ্যোক্তার করণীয় ও কর্মসংস্থান নিয়ে বিশদ বিশ্লেষণ। ‘কর্মসংস্থান ও ব্যবসা’ বইটি দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য বেশ উপকারী হবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। 

বইটি একুশে মেলার আদর্শ প্রকাশনীর স্টলে (প্যাভিলিয়ন ২৬) স্টলে পাওয়া যাচ্ছে। মেলা শেষে দেশব্যাপী এ বই সরবরাহ করা হবে। 

অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল বলেন- ‘বর্তমান প্রেক্ষাপটে  শিক্ষিত প্রজন্মের জন্য সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠার বিষয়টি নিয়ে এ বইয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের দেশে প্রায় ১৫ থেকে ১৮ লাখ উচ্চশিক্ষিত বেকার। তাদেরকে উপযুক্ত কাজে নিয়োগ করার ক্ষেত্রে  বিনিয়োগের মাধ্যমে উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির কোনো বিকল্প নেই। বৈদেশিক বিনিয়োগ পাওয়ার  ক্ষেত্রে সীমাবদ্ধতার  কারণ  গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন এবং বৈদেশিক বিনিয়োগ পাওয়ার জন্য  দীর্যমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য বিষয়। আমি ‘কর্মসংস্থান ও ব্যবসা’ বইটিতে  এসব বিষয় তুলে আনার চেষ্টা করেছি।