সীমান্তে বিজিবি’র উপর চোরাকারবারিদের হামলা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় জব্দ করা চোরাই পণ্য ছিনিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপর চোরাকারবারিরা হামলা করেছে বলে জানা গেছে। এতে বিজিবি’র ২ সদস্য আহত হয়েছেন। পরে হামলাকারী দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।


বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাংলাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রসুন জব্দ করে বিজিবি। এর কিছুক্ষণ পর জব্দ করা রসুন ছিনিয়ে নিতে বাংলাবাজার বিওপি’র জোয়ানদের উপর হামলা চালায় চোরাকারবারিরা। এসময় বিজিবি তাদের প্রতিহত করে। হামলার সময় বিজিবি’র দুই সদস্য আহত হয়েছে। এ ঘটনার পর পরই বিজিবি অভিযান চালিয়ে হামলায় জড়িত দুই চোরাকারবারিকে আটক করে থানাপুলিশের কাছে হস্তান্তর করে।


বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।