আওয়ামী লীগের হরতাল সড়কে নেই, ফেসবুকে

  • মাঠে ছিলেন না দলের নেতাকর্মীরা
  • দেশের কোথাও ছিলো না হরতালের প্রভাব

কওমি কণ্ঠ রিপোর্টার :
আওয়ামী লীগের পূর্বঘোষিত দেশব্যাপী হরতাল কর্মসূচি ছিলো সোমবার (১৮ ফেব্রুয়ারি)। তবে সকাল-সন্ধ্যা ডাকা এ হরতালের কোনো প্রভাবই ছিলো কোথাও। দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহন চলেছে সব সড়কে। 

দেখা গেছে, অন্যান্য দিনের মতো সিলেট-ঢাকা মহাসড়কের সোমবারও সকাল থেকে যানবাহন করেছে। মহাসড়কজুড়ে ছিলো প্রতিদিনের মতোই যানবাহনের চাপ। যাত্রীরাও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। 

পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের নিয়মিত টহল টিম মহাসড়কে ঘুরেছে।

সোমাবর দুপুরে সিলেট থেকে ইউনিক পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা ব্যবসায়ী আব্দুস ছামাদ বলেন, ‘হরতালের খবর ফেসবুকে শুনেছি, কিন্তু রাস্তায় এসে বাস্তবে অন্য চিত্র দেখলাম। গাড়ি অন্যান্য দিনের মতোই চলাচল করছে।’

ইডেন কলেজের সাফা নামের এক ছাত্রী নীলাচল বাসে যাত্রা করছিলেন। তিনি বলেন, ‘আমরা তো দেখছি গাড়ি ঠিকঠাকভাবেই চলছে। এতবড় হত্যাযজ্ঞ চালিয়ে আবার হরতালের ডাক দেয় এটাই অবাক করার বিষয়।’

বাসের চালকরা জানান, সড়কে যানবাহনের প্রচুর চাপ।

এদিকে, সড়কে হরতাল না থাকলেও আওয়ামী লীগের দলীয় ভেরিফাইড পেইজ থেকে নিয়মিত বিরতিতে বিভিন্ন সড়কের ছবি দিয়ে বলা হচ্ছে- স্বতঃস্ফূর্তভাবে মানুষ হরতাল পালন করছে। 

কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। পথচারীদের মন্তব্য- আওয়ামী লীগ ৫ আগস্টের আগে চালিয়েছে নির্মম হত্যাযজ্ঞ। আর এখন নেতাকর্মীরা পলায়ন করে আত্মগোপনে থেকে ফেসবুকে যোগাচ্ছন হাস্যরসের রসদ।