‘তিস্তার পানি আমাদের ন্যায্য অধিকার’

কওমি কণ্ঠ ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বাংলাদেশের প্রাপ্য। এই পানি পাওয়া আমাদের অধিকার। তিস্তা নদীর পানি ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আন্দোলন করতে হচ্ছে। এই তিস্তার পানি বণ্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মানুষের অপ্রতিবেশি আচরণ করেই চলছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তারকে রহমান বলেন, সবার জানা আছে আজকে প্রায় ৫০ বছর হলো ফারাক্কর অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি। এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরএকটি অভিশাপ হিসেবে দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট আমরা দেখেছি একজন পালিয়ে গিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে। এই স্বৈরাচার একটা কথা বলেছিল সকলের মনে আছে, কি সেই কথা, ভারতকে যা দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে। ভারত শুধু স্বৈরাচারকে মনে রেখেছে। বাংলাদেশের জনগণকে মনে রাখেনি।