টিকটক, দুতলা বাসার ছাদ থেকে পড়ে কিশোরের মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতো।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় একটি দু'তলা বাসার ছাদে উঠে। ভিডিও করার সময় অসাবধানতাবশত সাকিব নিচে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।